অপরুপ সৌন্দর্যে কাওয়াকোলা ইউনিয়নে যেন হারিয়ে যায় প্রত্যেক মুহুর্তে। এ সৌন্দর্যে এতটায় মায়াময় যেন একবার গেলে আর ফিরতে ইচ্চে করেনা। কাওয়াকোলা ইউনিয়নের প্রত্যেকটা মানুষ যেখানে জীবনযুদ্ধ করে বেচে থাকে। পরে তাদের এই নিজস্ব রুপ দেখলে তাদের যুদ্ধটা যেন সার্থক হয়। এই কাওয়াকোলা রুপ দেখতে অনেকে তাদের ব্যস্ত সময় থেকে একটু সময় বের করে এখানে আসে এবং নিজের ক্লান্তি দুর করে যেন শান্মিময় দুনিয়ায় চলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস